Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুর-৪ জোটের নয়, আ.লীগ প্রার্থীর দাবিতে আন্দোলন

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে জোটের নয়, আওয়ামী লীগের চূড়ান্ত সংসদ সদস্য পদে প্রার্থী চান নেতাকর্মীরা। এ জন্য তারা বিক্ষোভ-সমাবেশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনে নেমেছেন।
গত দুই দিন ধরে এ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে দলের চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। গতকাল শনিবার বিকেলে কমলগরের হাজিরহাটে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটওয়ারীহাট ইউপি চেয়ারম্যান এডভোকেট নুরুল আমিন রাজু, সিনিয়র সহ-সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউসুফ আলী মিয়া, মেজবাহ উদ্দিন বাপ্পী, আহসান উল্যাহ হিরন, মাইন উদ্দিন মাইন ও সাদ্দাম হোসেন প্রমুখ।
রামগতি ও কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ভিপি হেলাল ও মেজবাহ উদ্দিন বাপ্পী জানান, সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের বিকল্প নেই এ আসনে। তাই এবারও আবদুল্লাহ আল মামুনকে নৌকার পক্ষে দলীয় মনোনয়ন চাই। এ ছাড়া অন্য কাউকে দেয়া হলে এ আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ