মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রাজিলে কর্মরত কিউবান চিকিৎসকদের দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে। চলতি বছর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী কট্টর দক্ষিণপন্থী জাইর বোলসোনারোর এক মন্তব্যের জেরে হাভানা এ সিদ্ধান্ত নিয়েছে। বোলসোনারো ব্রাজিলে কর্মরত কিউবান চিকিৎসকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওই চিকিৎসকদের প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ কিউবার কমিউনিস্ট সরকার রেখে দেয়; তাদেরকে এমনকী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেছিলেন তিনি। বোলসোনারোর এ বক্তব্যকে ‘অবমাননাকর’ অ্যাখ্যা দিয়ে হাভানা তাদের চিকিৎসকদের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে আসতে বলে। শুক্রবার চিকিৎসকদের প্রথম দলটি কিউবায় পৌঁছলে দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী তাদের অভ্যর্থনা জানান। ব্রাজিলের সরকারও কিউবার চিকিৎসকদের দেশে ফিরে যাওয়ার কথা নিশ্চিত করেছে। কিউবার চিকিৎসকদের জায়গায় দেশি চিকিৎসকদের নিয়োগ দেয়ার কাজ চলছে বলেও জানিয়েছে তারা। দুর্গম এলাকায় চিকিৎসা সেবা দিতে ব্রাজিলের চিকিৎসকদের অনীহার কারণেই ‘মোর ডক্টরস’ কর্মসূচির আওতায় কিউবা থেকে চিকিৎসক নিয়ে আসা হয়েছিল। মোট ৬৭টি দেশে কিউবার এ কর্মসূচি চলছে। এর আওতায় প্রায় ৮ হাজার চিকিৎসক ব্রাজিলের ৩০ লাখ নাগরিককে সেবা দিচ্ছিলেন। হাভানা এদের ফিরিয়ে নেওয়ায় ব্রাজিলের স্বাস্থ্যসেবায় বাজে প্রভাব পড়বে বলেও আশঙ্কা অনেকের। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।