Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোর রেলস্টেশন থেকে আ.লীগ কর্মীর লাশ উদ্ধার আটক ৫

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের ইয়াছিনপুর রেলস্টেশন এলাকা থেকে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রাজ্জাক নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। সে নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ড আ.লীগের সদস্য বলে ওই ওয়ার্ডের আ.লীগ সভাপতি আব্দুস সালাম বাবুল নিশ্চিত করেছেন। এদিকে পুলিশ এঘটনায় জড়িত সন্দেহে ইয়াছিনপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে নাদিম, আজিজুল ইসলামের ছেলে মমিন, আব্দুর রশিদের ছেলে কামাল হোসেন, আলী হোসেনের ছেলে মিঠুন ও ইয়াছিন রেলকলোনি এলাকার সমসের আলী নামে পাঁচজনকে আটক করেছে। এদের মধ্যে নাদিম সদর উপজেলার বেলঘড়িয়া এলাকার সিআইসি মজনু মাস্টার হত্যার আসামি বলে জানা গেছে। নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে সদর উপজেলার ইয়াছিনপুর এলাকায় জমি ও পুকুর লিজ নিয়ে মাছ এবং পেয়ারা চাষসহ বিভিন্ন ব্যবসা করে আসছিলেন। তিনি অধিকাংশ সময় ওই এলাকায় থাকতেন। গত রাতেও তিনি বাড়িতে ফেরেননি। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ইয়াছিনপুর রেলস্টেশন থেকে কয়েক গজ দূরে রেল লাইনের পাশে আব্দুর রাজ্জাকের মাথার মগজ বের হওয়া ক্ষত-বিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত
নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সাব-এডিটর মো. এমদাদুল হক। প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গাজী, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক নিজামউদ্দিন ও সমাজসেবা সম্পাদক এম আর রানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর রেলস্টেশন থেকে আ.লীগ কর্মীর লাশ উদ্ধার আটক ৫
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ