প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষের জীবন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে কাজী আমিরুল ইসলাম শোভা’র পরিচালনায় সিনেমা ‘সেভ লাইফ’। এতে অভিনয় করছেন চম্পা, ফেরদৌস, ওবিদ রেহান ও আইরিন। রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজারের পাশে ফায়ার বিগ্রেডে’র অফিসে সিনেমাটির শূটিং কয়েকদিন পর্যন্ত চলে। সিনেমাটিতে ফায়ার বিগ্রেড’র একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন চম্পা। তিনি বলেন, ‘এই সিনেমায় অভিনয় না করলে ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষের কষ্টের কথা, নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচানোর চেষ্টার কথা জানা হতো না। জানা হতো না তাদের চ্যালেঞ্জিং জীবনের কথা। তাই ফায়ার ব্রিগেডে যারা কাজ করেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা। পরিচালকের কাছে আমার অনুরোধ থাকবে, তিনি যেন সিনেমাটিতে এমন কিছু ম্যাসেজ দেন যাতে সিনেমাটি দেখার পর দর্শক যেন নিজে থেকেই কিছু কিছু বিষয়ে সচেতন হতে পারেন যাতে ঘরে আগুন না লাগে।’ সিনেমাটিতে একজন উর্ধ্বতন কর্মকর্তা জয়নালের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। ফেরদৌস বলেন, ‘সেভ লাইফ আমার অভিনয় জীবনের একটি অন্যরকম কাজ হতে যাচ্ছে। কারণ যে জীবনকে খুব কাছে থেকে দেখার সুযোগ কখনোই হয়নি, সেভ লাইফে কাজ করে তা দেখলাম। আমাদের দেশে যারা ফায়ার ব্রিগেডে কাজ করেন তারা সত্যিই অনেক কষ্ট করেন। আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’ ওবিদ রেহান বলেন, ‘এই সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়েই বলা যায় প্রায় ১৪ বছর পর সিনেমাতে অভিনয়ে ফিরলাম। এমন একটি ভালো সিনেমার মাধ্যমে আমার ফেরা হবে ভাবিনি। আমার সৌভাগ্য যে চম্পা আপা, ফেরদৌস ভাই, মানস দা, মিনু ভাইয়ের মতো গুণী শিল্পীদের সঙ্গে কাজ করছি।’ আইরিন বলেন, ‘এই সিনেমায় আমি জয়া চরিত্রে অভিনয় করছি। ধন্যবাদ পরিচালককে আমাকে এমন চমৎকার একটি চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়ার জন্য। এই সিনেমাটি আমার অভিনয় জীবনের একটি অন্যতম সিনেমা হতে যাচ্ছে।’ ‘সেভ লাইফ’-এ আরো অভিনয় করছেন পপি ও আনিসুর রহমান মিলন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।