Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একজন শিক্ষকের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ানোর আকুতি

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

এস এম আলী আহসান পান্না, কুষ্টিয়া থেকে

মিলন সরকার। কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজির শিক্ষক। শুধু ইংরেজি নয়; বাংলা সাহিত্যসহ অন্যান্য বিষয়েও তার সমান পা-িত্য। যে কারণে সবাই তাকে ‘প-িত’ মিলন স্যার হিসেবেই চেনেন। নির্লোভ ও নিরাংকারী সহজ-সরল এই মানুষটির জীবন কেটেছে অত্যন্ত সাদাসিধেভাবে। ব্যক্তি জীবনে অভাব নামক দানব বার বার থাবা বসালেও লোভ-লালসা কখনই তাকে স্পর্শ করতে পারেনি। তাই সব ছাত্রদের কাছেই তিনি ছিলেন অতি প্রিয় একজন আদর্শ শিক্ষক। মিলন সরকারের হাজার হাজার ছাত্র আজ সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত। সবার প্রিয় সেই মিলন স্যার এখন নীরবে-নির্ভিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চলতি বছরের মে মাসের ৯ তারিখে হঠাৎ করেই বুকে প্রচ- ব্যথা নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ বশির উদ্দিনের কাছে ছুটে যান। চিকিৎসক তাকে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তৎক্ষণাত হাসপাতালে ভর্তি হতে বলেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা বলেন, হার্টে একাধিক ব্লক রয়েছে। চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় গিয়ে বাইপাস সার্জারি করার কথা বলেছেন। কিন্তু বাইপাস সার্জারি করার মতো আর্থিক সঙ্গতি তার নেই। গোটা জীবনের সঞ্চয় বলতে ২০১০ সালে স্কুল থেকে রিটার্ড’র সময় গ্রাচ্যুয়টির ৮ লক্ষ টাকা। ওই টাকা সঞ্চয়পত্র কিনে পোস্ট অফিসে রেখেছেন। সেখান থেকে মাসে ৭ হাজার টাকা লভ্যাংশ পান। দুরবস্থা দেখে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী এক প্রকার জোর করেই কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে একটি দোকানঘর বরাদ্দ দিয়েছেন। সেই দোকান ভাড়া দিয়ে মাসে তিন হাজার টাকা পান। মাত্র ১০ হাজার টাকা আয় নিয়ে বাসা ভাড়া দিয়ে কুষ্টিয়া শহরে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালানোয় দায়! তার ওপর শরীরে বাসা বেঁধেছে নানান অসুখ। একমাত্র ছেলে স্বাগত কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র। বাবার এই অবস্থা দেখে ছেলে বাধ্য হয়েই সংসারের হাল ধরতে কুষ্টিয়া পৌরসভায় ক্লারিক্যাল জব নিয়েছেন। মানুষ গড়ার কারিগর শিক্ষক মিলন সরকারের সহযোগিতার জন্য প্রবাসী সমাজের বিত্তবানসহ সকল শ্রেণী-পেশার মানুষ যার যতটুকু সামর্থ্য আছে এগিয়ে আসুন, এই আহ্বান জানিয়েছেন স্যারের ছাত্ররা। আমাদের একটু সহযোগিতা মহান এই শিক্ষকের জীবন বাঁচাতে পারে।
সহযোগিতা পাঠানোর ঠিকানা-
সঞ্চয়ী হিসাব নং ১১০১৩৪০০০৩২১৬
সোস্যাল ইসলামী ব্যাংক, কুষ্টিয়া শাখা সঞ্চয়ী হিসাব নং-৩৪০০৭১৩৯
অগ্রণী ব্যাংক লিমিটেড,
থানাপাড়া শাখা, কুষ্টিয়া।
যোগাযোগ : ০১৭১৫-১১০৬৫১
বিকাশ : ০১৭১৫-১১০৬৫১



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একজন শিক্ষকের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ানোর আকুতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ