Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতাসে ৩০ নেতাকর্মীর জামিন লাভ

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওসমান গনি ভূইয়াসহ ৩৭ নেতাকর্মীর নামে পুলিশের দায়ের করা মামলায় মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন। দলীয় সুত্রে জানা যায় সম্প্রতি হাইকোর্টে পুলিশের দায়ের করা মামলার আসামী হয়ে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক উপস্থিত ৩০ জনকে ৮ সপ্তাাহের আগাম জামিন দিয়েছেন। নেতারা বলেন চলতি মাসের ৮ তারিখে এই মামলাটি করে পুলিশ যার মামলা নং ০৬,২০১৮ইং। শুধু নভেম্বর মাসে ৩ টি মামলাসহ মোট ৫ টি মামলায় ১৫০ জনের নাম উল্লেখ করে এবং ২শ জনের নাম অজ্ঞাত রেখে এই মামলা গুলি করে পুলিশ । প্রতিটি মামলায় যারা গ্রেফতার হয়ে কারাগারে আছে তাদের ছারা সবাই জামিনে আছে বলে দলীয় সুত্রে জানা যায়। সদ্য জামিন প্রাপ্ত তিতাস উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওসমান গনি ভূইয়া বলেন পুলিশের দায়ের করা মামলায় আমিসহ ৩০জন নেতাকর্মী আসামী হয়ে আজ সোমবার মহামান্য হাই কোর্টে আত্মসমর্পণ করি। বিজ্ঞ বিচারক আমাদেরকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এ ছারাও আমাদের সভাপতি সালাউদ্দিন সরকারসহ প্রায় সাড়ে তিন শতাদিক নেতাকর্মীকে পৃথক ৫টি মামলায় আসামী করা হয়েছে সবকটি মামলায় সকল নেতাকর্মী জামিনে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ