রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজশাহী-১ গোদাগাড়ী -তানোর আসনের প্রার্থী হিসেবে সহকারি রিটানিং অফিসারের নিকট হতে মনোনয়ন উত্তোলন করেছেন ৪ জন প্রার্থী। তানোর আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও তার স্ত্রী আভাহক মনোনয়ন নেন। তাদের দুই জনের পক্ষ হতে বিএনপি দলীয় নেতাকর্মীরা মনোনয়ন উত্তোলন করেন। এর আগে গত ১৫ নভেম্বর মনোনয়ন উত্তোলন করেন জামায়াত ইসলাম হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং গত ১৯ নভেম্বর গোদাগাড়ী পৌর এলাকার সিএন্ডবি মহল্লার এ্যাড. সালাহ উদ্দীন বিশ্বাস মনোনয়ন উত্তোলন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান। ব্যারিস্টার আমিনুল হক ও তার স্ত্রী আভা হক মনোনায়ন উত্তোলন করার বিষয়টি গোদাগাড়ীর টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম শাওয়াল বলেন, কোন কারণে যদি ব্যারিস্টার আমিনুল হক নির্বাচন করতে না পারেন, মনোনায়ন বাতিল হয় সে ক্ষেত্রে আভা হক নির্বাচন করবেন বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।