Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগেশ্বরীতে উচ্ছাসের পাঠ উন্মোচন

নাগেশ্বরী (কুুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সৃজনশীল সাহিত্যের কাগজ “ত্রৈমাসিক উচ্ছাস”-এর পাঠ উন্মোচন, আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাপখাওয়া এলাকার সাহিত্য, সাংস্কৃতিক ও বিনোদনমূলক স্বেচ্ছাবেী সামাজিক সংগঠন “উচ্ছাস সাহিত্য সুহৃদ”-এর আয়োজনে ওই সংগঠনের প্রকাশনায় প্রকাশিত সাহিত্য কাগজ ত্রৈমাসিক উচ্ছাস এর দশম বর্ষের ৩য় (বাল্যবিবাহ) সংখ্যার পাঠ উন্মোচন উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় নাগেশ্বরী প্রেসক্লাব কার্যালয়ে এই আলোচনাসভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি, মোহনা টেলিভিশন ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে এবং ত্রৈমাসিক উচ্ছাস-এর সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হৃদয়ের সঞ্চালণায় উচ্ছাসের পাঠ উন্মোচন করেন অতিথিবৃন্দ। এ সময় সাহিত্যের নানা বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, নজরুল গবেষক ও উচ্ছাস এর উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য। নাগেশ্বরী মহিলা কলেজের অধ্যক্ষ ও উচ্ছাস-এর উপদেষ্টা, নাসিমুল ইসলাম মন্ডল রবু, বিভাগীয় লেখক পরিষদ-রংপুর’র কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আবৃত্তি সংগঠন কথক-এর পরিচালক ও নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা প্রভাষক রেজাউল করিম রেজা, মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মজিবর রহমান, প্রাবন্ধিক, কলামিস্ট, সাংবাদিক ও নেওয়াশী কলেজের বাংলা প্রভাষক মুহাম্মদ রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল টুয়েন্টি ফোর ও সমকাল প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, অব.শিক্ষক আজিজার রহমান, সাংবাদিক ও ভাওয়াইয়া কণ্ঠ শিল্পী শফিকুল ইসলাম শফি, দ্বি-মাসিক বিকাশন এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ ইকরাম, নাগেশ্বরী সরকারি কলেজ ছাত্রলীগের আহায়ক আশরাফুল আলম আসাদ মীর, কবি ও শিক্ষক রওশনআরা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঠ উন্মোচন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ