Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের অবস্থা ভালো নয় : এরশাদ

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বর্তমানে দেশের অবস্থা ভালো নয় বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সরকারের উদ্দেশে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারের মান বেড়েছে না ক্ষুণœ হয়েছে তা আপনারা জানেন। অনেক ইউপিতে আপনারা জিতেছেন, কিন্তু গণতন্ত্রকে পরাজিত করবেন না। খুন-হত্যার ব্যাধি থেকে বাঁচতে হলে সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে। এটা সরকারের একার পক্ষে সম্ভব না। মে দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রেসিডিয়াম সদস্য গালাম কিবরিয়া টিপু, কাজী ফিরোজ রশিদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, মীর আবদুস সবুর আসুদ, হাজী মিলন, ফখুরুল ইমাম, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, যুগ্ম মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজু, আরিফ খান, জহিরুল ইসলাম জহির, গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় নেতা দিদারুল আলম দিদার, আবু সৈয়দ প্রমুখ।
এরশাদ বলেন, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে স্বাগত জানাচ্ছি। আমার আনন্দ জানানোর ভাষা নেই। জাপার দুর্যোগের ঘনঘটা শেষ হয়েছে। তার উপস্থিতিতে আমার হৃদয় আজ আনন্দে ভরপুর। আজকের দিনটি শুধু শ্রমিকদের জন্যই নয়, জাতীয় পার্টির জন্যও আনন্দের দিন। কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য যেসব আইন আছে তা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। শ্রমিক নেতৃত্বও ঠিকভাবে দেওয়া হচ্ছে না। ফলে শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন। এসব দিকে এখন নজর দিতে হবে। রুহুল আমিন হাওলাদার বলেন, সকল ষড়যন্ত্র ভেদ করে জাতীয় পার্টি আবার ঐক্যবদ্ধ হয়েছে। পল্লীবন্ধু নেতৃত্বে আমরা গ্রামে গ্রামে শহরে মানুষের কাছে যাবো। কেউ চিরদিন ক্ষমতায় থাকে না। আগামী নির্বাচনের আগ পর্যন্ত দলকে সংগঠিত করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশের অবস্থা ভালো নয় : এরশাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ