বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর কিমিয়াও ফান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক সার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।
পরিকল্পনামন্ত্রী বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির বর্তমান ধারা অব্যাহত থাকলে খুব সহসাই বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক পরিমÐলে নিজের অবস্থান সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে সমর্থ হবে। তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতিতে বিশ্বব্যাংকের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ অধিকতর সহযোগিতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কিমিয়াও ফান বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রশংসা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।