Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে আইসিটি মামলায় দুইজন গ্রেফতার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ৪:২৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তিকারী দুইজনকে গ্রেফতার করেছেন দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ টিম। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তাদেরকে কামাল বাজার সিএনজি স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। এদের আটকে পুলিশকে সহায়তা করেন মামলার বাদী সিলেট জেলা যুবলীগ নেতা জাকারিয়া আহমদ তাপাদার।
গ্রেফতারকৃত দুই আসামীরা হলেন, বিশ্বনাথ উপজেলার ভেটুয়ার মুখ গ্রামের আলী হোসেন ও দক্ষিণ সুরমা গ্রামের গুপ্তারগাঁও গ্রামের সুরুজ মিয়ার পুত্র কবির আহমদ।
যুবলীগ নেতা জাকারিয়া আহমদ তাপাদার জাকির জানান, গত ৮ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন থানায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করার অভিযোগ এনে একটি আইসিটি মামলা দায়ের করেন। যার নং- ৯/৪৮৪। এ মামলায় তিনি ৪ জনকে আসামী করেন। তাদের মধ্যে দুইজনকে পুলিশ বুধবার গ্রেফতার করে।
জানা যায়, বুধবার রাতে দক্ষিণ সুরমার কামাল বাজারে একটি দোকানে আসামী কবির ও আলী হোসেনকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ডিসি (দক্ষিণ) সুহেল আহমদ ও এডিসি (ক্রাইম) জ্যোতির্ময়-এর নির্দেশে কামাল বাজারে দক্ষিণ সুরমা থানার বিশেষ একটি টিম সেখানে পৌছে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিটি মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ