বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শাখা নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ মোতাবেক ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন কালীগঞ্জ উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ জমিয়াতের সভাপতি এ এম এম বাহাউদ্দিন মাদরাসা শিক্ষার জন্য নিরলস ভূমিকা রেখে যাচ্ছেন। তার প্রচেষ্ঠায় সরকারের আন্তরিকতায় গড়ে উঠেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। সভাপতি এ এম এম বাহাউদ্দীনের নির্দেশনায় জমিয়ত মহাসচিব সাব্বির আহমদ মমতাজির মাদরাসা শিক্ষকদের দাবি আদায়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। জমিয়তের মাধ্যমে একদিন মাদরাসা শিক্ষা শতভাগ সরকারি হবে এবং আধুনিক দ্বীনি আদর্শিক শিক্ষার বিশ্বে রোল মডেল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। বিবৃতি প্রদান করেন সংগঠনটির উপজেলা সভাপতি শোয়াইব নগর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সুপার মাওলানা মাওলানা ইউনুছ আলী, প্রমুখ নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।