Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার মহাস্থানগড়ে মঞ্চায়িত হবে প্রত্নতত্ত্ব ভিত্তিক নাটক ‘মহাস্থান’

বিশেষ সংবাদদাতা, বগুড়া থেকে : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আড়াই হাজার বছরের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক আচার অনুষ্ঠানের ইতিহাস-ঐতিহ্য নিয়ে নাটক “মহাস্থান” বগুড়ায় মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রায় ৩৫০ জন শিল্পী কলাকুশলী অংশগ্রহণ করবে এ নাটকে। সেলিম মোজাহার এর রচনায় এবং লিয়াকত আলী লাকীর দিক নির্দেশনায় নাটক মঞ্চায়ন হবে আজ এবং আগামীকাল।

গতকাল বৃহষ্পতিবার বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের বড় এই প্রত্নতত্ত্ব বিষয়ক নাটকটি তিন শতাধিক শিল্পী-কলাকুশলীর অংশগ্রহণে নির্মিত হচ্ছে। মহাস্থান নাটকে আমাদের জাতিসত্তার ইতিহাসকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। মহাস্থানগড়ের প্রাচীন ইতিহাসের সাথে সময়ের পরম্পরায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম পর্যন্ত সময়কালকে একক গ্রন্থনায় ফুটিয়ে তোলা হয়েছে। এই নাটকে প্রাচীন শিকার যুগ থেকে শুরু করে বৈদিকযুগ, আদিবাসি পর্ব, কালিদাসের কাব্য, চর্যাপদ, সুফিসামা, বৈষ্ণব পদাবলী, ব্রা²সংগীত, লোকগান, বৃটিশ বিরোধী আন্দোলন, ব্রতচারীদের গান, পঞ্চকবির গান, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস, কাব্য-গীত ও ঐতিহ্যের ধারাবাহিকতা পালাগান রুপে প্রকাশিত হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নতুন প্রজন্মের সামনে ইতিহাস ঐতিহ্য উপস্থাপনের পাশাপাশি আমাদের যে সম্প্রীতি ও সহাবস্থানের আলোকিত অধ্যায় রয়েছে, সেটাই মহাস্থান নাটকের মধ্যদিয়ে প্রকাশের চেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লিয়াকত আলী লাকী বলেন, দুইদিন ব্যাপী এই নাটকে ৩৫ লাখ টাকার বাজেট রয়েছে ।

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদেও সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম, জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ