Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে মার্কেটে ৩০ লাখ টাকার প্যান্ট পুড়ে ছাই

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইস্পাহানী আবাসিক এলাকায় অবস্থিত একটি মার্কেটের দু’টি দোকান সম্পূর্ণ ও দু’টি দোকান আংশিক পুড়ে গেছে। সোমবার ভোর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে দোকানগুলোতে থাকা ৩০ লাখ জিন্সের প্যান্ট পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়রা জানান, ফারিয়া প্লাজা নামের ৬তলা মার্কেটটিতে বিভিন্ন তৈরী পোশাকের প্রতিষ্ঠান রয়েছে। ভোর ৪টার দিকে নিচতলায় অবস্থিত জিহাত প্যান্ট হাউস থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার নাজিম ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন। তার ডান হাত পুড়ে গেছে। এছাড়াও আগুনে পুড়ে গেছে সহিদুল গার্মেন্টস, সালাম গার্মেন্টস ও ডিএস প্যন্ট হাউস। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টাব্যপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সালাম গার্মেন্টসের মালিক মনির হোসেন জানান, তার দোকানের ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৪টি দোকানের প্রায় ৩০ লাখ টাকার প্যান্ট পুড়ে গেছে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মঞ্জুরুল আহসান বলেন, আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জে মার্কেটে ৩০ লাখ টাকার প্যান্ট পুড়ে ছাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ