পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অনেকে আওয়ামী লীগে যোগ দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমাদের নেত্রীর ক্লিয়ারেন্স পেলে সেই স্রোতে ফখরুল সাহেব ঠেকাতে পারবেন না।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, মহাজোটে আসনবন্টন চূড়ান্ত পর্যায়ে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পর্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, যুক্তফ্রন্ট নেতা অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে কথা হয়েছে। ১৪ দলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কথা হয়েছে।
জোট-মহাজোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনো অসুবিধা নেই। এমনকি জাতীয় পার্টির ও যুক্তফ্রন্টের নেতাদের মধ্যেও কোনো অসুবিধা নেই বলে জানান ওবায়দুল কাদের।
এক প্রশ্নের জবাবে কাদের বলেন, নির্বাচন কমিশনকে কখনও বিএনপি ভুল বুঝবে, কখনও আওয়ামী লীগ ভুল বুঝবে, কখনও যুক্তফ্রন্ট ভুল বুঝবে আবার কখনও বা জাতীয় পার্টি ভুল বুঝবে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানান।
আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেখুন না কী হয়, অপেক্ষা করুন। যদি নেত্রীর ক্লিয়ারেন্স পায়, একটু ইঙ্গিত দিলে, সবুজ সংকেত দিলে সারাদেশে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা যে স্রোতধারা নিয়ে আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে, সে যাত্রা ফখরুল ইসলাম বন্ধ করতে পারবেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।