Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে দিনেদুপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৮, ৩:২২ পিএম

জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখাঁরচক গ্রামে দিনেদুপুরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী দুই বখাটের হাতে গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি মঙ্গলবার দুপুরের দিকে মেয়েটির বসতঘরে ঘটেছে।
মেয়ের মা জানান, তিনি মেয়েকে বাড়িতে রেখে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। এ সুযোগে আনোরাশি গ্রামের মনাই মিয়ার ছেলে সাবু আহমদ (২১) ও রহিমখাঁরচক গ্রামের রফু আহমদের ছেলে জোবেল আহমদ (২০) দিনেদুপুরে বসতঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণ করে।
তিনি অভিযোগ করে বলেন, ‘বিষয়টি আমি তাদের অভিভাবকদেরকে জানানোর পর উল্টো তারা বিষয়টি নিয়ে মামলা না করতে হুমকি ধমকি দিচ্ছেন।’
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘মেয়েটিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে। বখাটেদেরকে গ্রেফতার করতে পুলিশ তৎপর আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ