Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ৫০টি কচ্ছপসহ দুই পাচারকারী আটক

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ৭:৩৩ পিএম

খুলনায় ৫০টি কচ্ছপসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আটকরা হলেন- বটিয়াঘাটার হাটবাড়ি গ্রামের রাম প্রসাদ রায় (৫০) ও কেসমত ফুলতলা গ্রামের রঞ্জন বৈরাগী (৪০)। মঙ্গলবার দুপুরে জেলা বটিয়াঘাটা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব-৬’র এএসপি বজলুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে বটিয়াঘাটা বাজারে অভিযান চালিয়ে অর্ধ-শতাধিক বিভিন্ন প্রজাতির কচ্ছপ ছানা উদ্ধার করা হয়েছে। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়।
তিনি জানান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ