Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন পর্যবেক্ষকদেরকে মূর্তির মতো থাকতে হবে -ইসি সচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ২:১০ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনও পর্যবেক্ষক গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে পারবেন না। তাদেরকে মূর্তির মতো থাকতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দেশি পর্যবেক্ষক সংস্থার উদ্দেশে দেয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন আর পেছানো হবে না, এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এবারের নির্বাচন একটি বৈশিষ্ট্যপূর্ণ নির্বাচন। সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। ফলে নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক। আমি আশা করব, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হবে।’

তিনি বলেন, ‘একটি বাতিলের পর ১১৮টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়েছে। প্রথমে এনজিও ব্যুরোতে নিবন্ধিত হতে হয়। পরে আমরা আহ্বান করলে আবেদন করবেন। সেগুলো যাচাই-বাছাই করে কমিশন পত্রিকায় বিজ্ঞাপন দেবে। অভিযোগ থাকলে শুনানি নিষ্পত্তি শেষে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয়া হয়।’

হেলালুদ্দীন বলেন, ‘যে নীতিমালা আছে, সবাই সেটি অনুসরণ করে দায়িত্ব পালন করবেন। কোনো শর্ত ভঙ্গ করলে নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে। এজন্য খুব সতর্ক থাকতে হবে।’

পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘পর্যবেক্ষণের সময় নির্বাচন কমিশনের দেয়া পরিচয়পত্র সার্বক্ষণিক গলায় ঝুলিয়ে রাখবেন। প্রথমে কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারকে পরিচয় দিবেন। কেন্দ্রে কোনো মোবাইল ফোন নেয়া যাবে না, কোনো ছবি তুলতে পারবেন না, কোনো মন্তব্য করতে পারবেন না, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবেন।’

ইসি সচিব বলেন, ‘কেন্দ্রে যত সমস্যাই হোক পর্যবেক্ষণ করে প্রতিনিধিরা প্রতিবেদন দিবেন। সেগুলো কম্পাইল করে সংশ্লিষ্ট সংস্থাকে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদন আকারে জমা দিতে হবে। পর্যবেক্ষণের সময় গোপন কক্ষে যাওয়া যাবে না, কাউকে নির্দেশনা দিতে পারবেন না, প্রিজাইডিং, পোলিং অফিসারকে কোনো পরামর্শ দিতে পারবেন না। এগুলো স্পষ্ট করে সবাইকে বলে দিতে হবে। যদি কোনো কেন্দ্রে অনিয়ম হয়, এটা তারা কমিশনকে অবহিত করতে পারেন বা আপনাকে (পর্যবেক্ষণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) লিখিতভাবে অবহিত করতে পারবেন।’

তিনি বলেন, ‘অনেক সাংবাদিক তাদের সামনে ক্যামেরা ধরবেন, কিন্তু তিনি কথা বলতে পারবেন না। কোনো লাইভে কথা বলতে পারবেন না, মন্তব্য করতে পারবেন না। ব্রিটেনের পুলিশের মতো মূর্তি হয়ে শুধু পর্যবেক্ষণ করবেন। রাজনৈতিক দলের সদস্য এমন ব্যক্তিকে পর্যবেক্ষক নিয়োগ দেয়া যাবে না।’

হুঁশিয়ারি উচ্চারণ করে হেলালুদ্দীন বলেন, ‘একটা জিনিস খেয়াল রাখবেন নিবন্ধন যাতে বাতিল না হয়। সেদিকে আপনারা খুব বেশি খেয়াল রাখবেন। বি কেয়ারফুল। আপনারা এমন কোনো আচরণ করবেন না, এমন কোনো কাজ করবেন না যেটার জন্য নির্বাচন প্রক্রিয়াটা ভণ্ডুল হতে পারে বা প্রশ্নবিদ্ধ হতে পারে।’



 

Show all comments
  • রুবেল ২০ নভেম্বর, ২০১৮, ৭:০০ পিএম says : 0
    এটা আবার কি ধরনের কথা, ভোট কেন্দ্রে সাংবাদিক বেশিক্ষন থাকতে পারবেনা! সাংবাদিকরা লাইভ দেখাতে পারবেনা! একসঙ্গে ৫ জন এর বেশি সাংবাদিক ভোট কেন্দ্রে থাকতে পারবেনা!এখন আবার বলছে পর্যবেক্ষকগন মিডিয়ায় ভোট এর অবস্থা জানাতে পারবেনা! তাহলে এই সংস্থার লোকজন কি ওখানে ঘোড়ার ঘাসকাটার জন্য যাবে!!!❓
    Total Reply(0) Reply
  • সায়েম ২০ নভেম্বর, ২০১৮, ৭:৫৬ পিএম says : 0
    উনারা সেইখানে ঘোড়ার ঘাস কাটবে......
    Total Reply(0) Reply
  • শওকত আকবর ২০ নভেম্বর, ২০১৮, ৮:৪০ পিএম says : 0
    কোন কথা বলতে পারবেন না, মুর্তির মত দাড়ীয়ে থাকবে | যাকে বলে ঠুঠোজগন্বাৎ | মোজেজাটা কি?? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনা||ভাবখানা এমন যে ,খাবার টেবিলে রেখে ডাকা @..খাবার খেতে এসো ... আসলেই ধুমধারাক্কা||||
    Total Reply(0) Reply
  • বাবুল আহমেদ ২০ নভেম্বর, ২০১৮, ৯:২৩ পিএম says : 0
    ওনাদের কে একেবারে ভোট কেন্দ্রে না পাঠালেই হয়। তাহলে আর কোন চিন্তাই থাকে না।
    Total Reply(0) Reply
  • রুবেল ২০ নভেম্বর, ২০১৮, ৯:৩০ পিএম says : 0
    সংবিধানের কোথা লেখা আছে নির্বাচন কমিশনের সচিব যা বলবেন তাই আইন ? জাতির কাছে প্রকাশ করুনঃ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ