Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশান লেকে ওয়াটার ট্যাক্সি চলাচলে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানীর হাতিরঝিল গুলশান লেকের অংশ দিয়ে ওয়াটার ট্যাক্সি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ঢেউয়ের আঘাতে লেক পাড়ের ক্ষতিগ্রস্থ অংশ সংস্কার না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। গতকাল সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর বেঞ্চ এই আদেশ দেন। জনস্বার্থে হাইকোর্ট বিভাগে রিট আবেদনটি দায়ের করেন গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ সাংবাদিকদের জানান, ওয়াটার ট্যাক্সি চলায় ঢেউয়ের আঘাতে গুলশান পুলিশ প্লাজা থেকে বাড্ডার গুদারাঘাট পর্যন্ত লেকের তীরবর্তী ওয়াকওয়ে ধসে পড়ছে। ফলে ঝুঁকিতে পড়েছে লেকপাড় ঘেঁষে ওঠা ভবনগুলো। তাই ওয়াটার ট্যাক্সি চলাচল কেন অবৈধ ঘোষণা করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ওয়াটার ট্যাক্সি পরিচালনাকারী প্রতিষ্ঠান করিম গ্রুপ, পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালের ডিসেম্বরে ওয়াটার ট্যাক্সি চালুর পর ঢেউয়ের আঘাতে গুলশান ১৩৬ নম্বর থেকে ১৪৩ নম্বর সড়কে লেকপাড়ে ভূমি ধস, পাড়ে ভাঙন এবং ওয়াকওয়েতে ফাটল ধরেছে। ফলে ঝুঁকিতে পড়েছে লেকপাড় ঘেঁষে ওঠা ভবনগুলো। ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ আরও বলেন, লেকপাড় বাঁধানো এবং ওয়াকওয়ে সংস্কার করা হয়েছে। ইতোপূর্বে গুলশানের বাসিন্দাদের পক্ষ থেকে গত সেপ্টেম্বরে একটি স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়। সে সময় কিছুদিন ওয়াটার ট্যাক্সি চলাচল বন্ধ ছিল। কিন্তু লেকপাড় না বেঁধে এবং ওয়াকওয়ে সংস্কার না করেই আবারও ওয়াটার ট্যাক্সি চালানো শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ