Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গান রেকর্ড করবেন এমা বান্টন

| প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

স্পাইস গার্লসের প্রতীক্ষিত পুনর্মিলনকে সামনে রেখে গায়িকা এমা বান্টন নতুন করে একক গানের সিঙ্গল রেকর্ড করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
একসময়ের শীর্ষ অলগার্ল ব্যান্ড স্পাইস গার্লস ২০১৯ সালে স্টেডিয়াম ট্যুরে বেরোবে জানতে পেরে ব্যান্ডটির ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। সেই সময় পর্যন্ত এমা পেশাগতভাবে বসে থাকতে চাইছেন না। তিনি এরই মধ্যে জানিয়েছেন আনকোরা একটি অ্যালবাম নিয়ে আসছেন তিনি। এজন্য বিএমজি লেবেলর সঙ্গে একটি সোলো অ্যালবাম বের করার জন্য তার চুক্তি হয়েছে।
স্পাইস গার্লসের সঙ্গে তার নাম ছিল বেবি স্পাইস, নামটির চল এখনও আছে যদিও তার বয়স এখন ৪২।
এমা জানিয়েছেন তিনি এই কাজটি একাই করবেন এবং একক শিল্পী হিসেবে নতুন এই অ্যালবাম রেকর্ড করাবেন।
তিনি টুইট করেছেন : “স্টুডিওতে ফিরে ভাল লাগছে। দারুণ রোমাঞ্চকর। আপনাদের শোনাবার জন্য অপেক্ষার তর সইছে না! নতুন অ্যালবাম।”
বিএমজি এর আগে কাইলি মিনোগ, রিক অ্যাস্টলি এবং বয় জর্জের মত শিল্পীদের গান প্রযোজনা করেছে। স্পাইস গার্লস ছাড়ার পর ১১ বছর ধরে এমা বান্টন এককভাবে গাইছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমা বান্টন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ