গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীর অলি-গলিজুড়ে ছেয়ে গেছে মনোনয়নপ্রত্যাশীদের পোস্টার-ফেস্টুনে। নির্বাচন কমিশনের কড়া নির্দেশনার পরেও কারোই টনক নড়েনি। তাই বাধ্য হয়ে পোস্টার অপসারণে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার অলি-গলিতে লাগানো পোস্টার ফেস্টুন নামিয়ে ফেলে ডিএসসিসি’র ভ্রাম্যমাণ টিম।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ টিম নগরীর সুরিটোলা, ইংলিশ রোড, পুরানা পল্টন, আজিমপুর, খিলগাঁও, মতিঝিলসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কোনো এলাকায় পোস্টার লিফলেট চোখে পড়লেই তাৎক্ষণিকভাবে তা অপসারণ করে ফেলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।