বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভার থেকে চট্টগ্রাম বন্দরে নেয়ার পথে কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ১৯শ’ সেট রফতানিমুখী তৈরি পোশাকসহ চোর চক্রের দুই সদস্যকে গতকাল রোববার গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. কাশেম (৪৩) ও মো. রাশেদ (২৮)। তাদের দেখানো মতে, বন্দর এলাকার একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে চুরি হওয়ায় চার হাজার ৫৬৮ সেট পোশাকের মধ্যে ১৯শ’ সেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর সাভারের দরিয়ানগরের জে কে নীট কম্পোজিটের ২৪ হাজার ৬৪০ সেট তৈরি পোশাক বিদেশে রফতানির উদ্দেশে চট্টগ্রাম বন্দরে জাহাজীকরণের জন্য কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্টো-ট-১১-৪৭৫৮) পাঠানো হয়। চট্টগ্রাম আনার পথে উক্ত কাভার্ড ভ্যানের চালক মো. টিপু সুলতান (২২) তার সহযোগীদের নিয়ে চার হাজার ৫৬৮ সেট তৈরি পোশাক চুরি করে। জাহাজীকরণের আগমুহূর্তে চালানে পোশাকের পরিমাণ কম হওয়ায় কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পায়। যথাসময়ে রফতানি না হওয়ায় ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হলে ডিবি পুলিশ আসামির ধরতে অভিযান শুরু করে। গ্রেফতারকৃত দুইজনকে রফতানিমুখী পণ্য চোর চক্রের সদস্য উল্লেখ করে ডিবির কর্মকর্তারা জানান, এ চক্রে অন্তত ২০ জন সদস্য রয়েছে। গত কয়েক মাসে তারা শতাধিক ট্রাক, কাভার্ড ভ্যান থেকে এভাবে পণ্য চুরি করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।