Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপূর্বর মা পাচ্ছেন ‘গরবিনী মা’ সম্মাননা

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আগামী ৮ মে বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল (প্রাক্তন আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) সকাল ১১টায় ৩য় বারের মতো আয়োজন করেছে বিশেষ সম্মাননা পুরস্কার ‘গরবিনী মা’। অন্যান্য বছরের মতো এবারও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য একজন অভিনেতার মাকে ‘গরবিনী মা’ সম্মাননা দেয়া হচ্ছে। এ বছর অভিনেতা অপূর্বর মা ফিরোজা আহমেদ পেতে যাচ্ছেন ‘গরবিনী মা’ সম্মাননা। অপূর্ব বলেন, ‘অভিনেতা হিসেবে নিজেকে অনেক অনেক সৌভাগ্যবান ও সফল মনে হচ্ছে। কারণ আমার কারণে আমার মা গরবিনী মা সম্মাননা পেতে যাচ্ছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী এবং এর চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর কাছে।’ অপূর্বর মা ফিরোজা আহমেদ বলেন, ‘জীবনের শ্রেষ্ঠ একটি মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছি আমারই ছোট ছেলে অপূর্বর কারণে। সন্তানের কারণে আজ একজন গরবিনী মা হিসেবে সম্মানীত হচ্ছি, এটা যে কতো আনন্দের ও গর্বের তা ভাষায় প্রকাশের নয়। আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’ মহাখালী ডিওএইচএসে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে হল-২ এ আসছে ৮ মে অনুষ্ঠিতব্য এই নান্দনিক আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপূর্বর মা পাচ্ছেন ‘গরবিনী মা’ সম্মাননা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ