প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আসন্ন ঈদ সামনে রেখে এ সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব ৮টি একক নাটক ও মোহন খানের ধারাবাহিক নাটক নীড় খোঁজে গাংছিল-এর শূটিংয়ে কক্সবাজার যাচ্ছেন। নাটকগুলোর মধ্যে প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ছয়টি নাটক। এগুলো পরিচালনা করবেন হারুন-অর-রশীদ প্রিন্স। মোহন খানের পরিচালনা দুইটি নাটক সাগর মেঘ ও বৃষ্টি এবং নীল পদ্ম নির্মিত হবে। চলতি মাসের ২০ তারিখ থেকে নাটকগুলোর শূটিং শুরু হবে। ডি এ তায়েব বলেন, ঈদ মানেই আনন্দ আর এই ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে চাই বৈচিত্র্যময় সুস্থ বিনোদন। যে নাটকগুলো নির্মিত হবে এগুলোর গল্পের বিষয়বস্তুতে যেমন বৈচিত্র্য রয়েছে তেমনি দেশের চমৎকার সব লোকেশনে শূটিং হবে। আশা করছি, দর্শক ঈদে কিছু ভাল নাটক দেখতে পাবেন। তিনি বলেন, ঈদে বরাবরের মতোই একটু ব্যস্ততা বেশি থাকে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি চেষ্টা করি ভাল নাটকে অভিনয় করতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।