Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মকবুল হোসেনের রবীন্দ্রনাথের গানের অ্যালবাম মিলন মেলা

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ৩০ এপ্রিল শনিবার সন্ধ্যায় ধানমন্ডি ছায়ানট মিলনায়তনে লেজার ভিশনের আয়োজনে শিল্পী মকবুল হোসেনের রবীন্দ্রনাথের গানের অ্যালবাম ‘মিলন মেলা’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশীষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট রাজনীতিবিদ নূহ-উল-আলম লেনিন, সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুুফ বাচ্চু, রবীন্দ্রসঙ্গীত শিল্পী তপন মাহমুদ ও নারীনেত্রী মুক্তিযোদ্ধা কাজী রোকেয়া সুলতানাসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী স্বকণ্ঠে গান পরিবেশন করে শ্রোতা দর্শকদের মাতিয়ে রাখেন। উল্লেখ্য, অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার দুর্বাদল চট্টপাধ্যায়। অ্যালবামটিতে রবীন্দ্রনাথের মোট ৯টি জনপ্রিয় গান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- আমার একটি কথা, অনেক কথা যাওযে বলে, হারমানা হার পরাবো, তুমি যেওনা এখনি, যখন ভাংলো মিলন মেলা ইত্যাদি। রবীন্দ্র ভক্ত শ্রোতাদের এই অ্যালবামের সবকটি গান ভালো লাগবে বলে শিল্পী মকবুল হোসেনের বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মকবুল হোসেনের রবীন্দ্রনাথের গানের অ্যালবাম মিলন মেলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ