পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আয়কর মেলার পঞ্চম দিনে গতকাল (শনিবার) চট্টগ্রামে ৭ হাজার ৪৮১টি রিটার্ন দাখিল হয়েছে। এর বিপরীতে রাজস্ব আয়কর আদায় হয় ১০৫ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার ২১৭ টাকা। এ নিয়ে গত পাঁচ দিনে চট্টগ্রামের আয়কর মেলায় ২৭ হাজার ২৪১টি রিটার্নের বিপরীতে আয়কর রাজস্ব আদায় হয়েছে ৩৮৫ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪৪৯ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ১ হাজার ২০১ জন করদাতা। পঞ্চম দিনে গতকাল করদাতারা নতুন ই-টিআইএন নিয়েছেন ২৫৮ জন। আর, কর সেবা গ্রহণ করেছেন ৫৬ হাজার ২৩৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।