Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

এসিসির সভাপতি পাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)’র সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ পদে বসা চতুর্থ বাংলাদেশি হলেন তিনি। গতকাল পাকিস্তানের লাহোরে এসিসির বার্ষিক সভায় বিদায়ী সভাপতি এহসান মানির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নাজমুল।

এবার এসিসি সভাপতি হওয়ার জন্য বাংলাদেশ থেকে একজনকে সুপারিশ করতে বলা হয়েছিল। গত এপ্রিল মাসে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে নাজমুলকে বেছে নেওয়া হয়। এর আগে বাংলাদেশ থেকে ১৯৮৯-১৯৯১ মেয়াদে সভাপতি ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ। ২০০২-২০০৪ মেয়াদে সভাপতি হন তখনকার বিসিবি প্রধান আলি আসগর লবি। ২০১০-২০১২ মেয়াদে এই দায়িত্ব পালন করেন তখনকার বিসিবি সভাপতি আ হ ম মুস্তাফা কামাল। বর্তমানে শ্রীলঙ্কার কলম্বোয় এসিসির সদর দপ্তর। যা শুরুতে ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ