Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-২০ সিরিজও দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিলে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডের পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও ২১ রানে জিতে নিয়েছে স্বাগতিকরা।

গতকাল ঘরের মাঠে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা। বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৬ উইকেটে ১০৮ রান তোলে সফরকারীরা। অধিনায়ক ডু প্লেসিস ২৭, কুইন্টন ডি কক ২২, হ্যানড্রিকস ১৯ রান তোলেন। অস্ট্রেলিয়ার কোলটার-নাইল ও অ্যান্ড্রু টাই ২টি করে উইকেট নেন।

জবাবে ৭ উইকেটে ৮৭ রান তুলতেই ইনিংস থেমে যায় অজিদের। ৬০ রানেই ৬ উইকেট হারনো অস্ট্রেলিয়া আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ দিকে কিছুটা লড়াইয়ের আভাস দেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে দলীয় ৮৭ রানে ইনিংসের শেষ বলে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করে আউট হন তিনি। দক্ষিণ আফ্রিকার এনগিদি, মরিস ও ফেলুকায়ো ২টি করে উইকেট নেন। আর ম্যাচসেরা তাবরাইজ শামসি নেন ১টি উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ