Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাশার-হান্নান তাসকিনদের প্রতিপক্ষ শিশুরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মিরপুর স্টেডিয়ামের গ্র্যান্ড স্টান্ডে ঢুকতেই একটু চমকে যেতে হয়। নীল জার্সি পরা একঝাঁক শিশু কিশোরের কলকাকলিতে মুখর গ্র্যান্ড স্টান্ড। ওদিকে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার, সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার, জাতীয় দলের খেলোয়াড় তাসকিন আহমেদ, জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সুরাইয়া আজমিনদের আবার ভাগ্যবান কিছু শিশু পেয়ে গেছে নিজেদের সতীথ ও প্রতিপর্ক্ষ হিসেবে। ২০ নভেম্বর ‘বিশ্ব শিশু দিবস’ উপলক্ষে গতকাল শের-ই-বাংলা স্টেডিয়ামে ১০ ম্যাচ ওভারের ম্যাচে অংশ নিয়েছিলেন জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকারাও।

এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় ইউনিসেফ বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করে, যেখানে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে কয়েক হাজার শিশু দর্শকের উল্লাসের মাঝে ইউনিসেফের সহযোগী বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাক, অপরাজেয় বাংলা ও সুরভীর সুবিধাবঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীরা রোমাঞ্চকর এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ