Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মোহামেডানের রঙিন উৎসব

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

হঠাৎ যেন জেগে উঠলো মতিঝিল ক্লাব পাড়া। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হকি দলকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরেই এ জেগে ওঠা। গতকাল সন্ধ্যায় রঙিন উৎসবে মেতেছিল মোহামেডান। এ উৎসবে যোগ দিতে ক্লাব প্রাঙ্গন ছিলো লোকে লোকারণ্য। উৎসবের আমেজ সর্বত্র। এবারের প্রিমিয়ার হকি লিগ চ্যাম্পিয়নদের ঘিরে এমন উৎসব দীর্ঘদিন পরে জাগিয়ে তুললো মতিঝিল ক্লাব পাড়াকে।

ঘরোয়া ফুটবলে সর্বশেষ ২০০২ সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এরপর ২০০৭ সালে দেশের ফুটবলে পেশাদারিত্ব আসর পর এখন পর্যন্ত শিরোপার দেখা পায়নি সাদাকালোরা। দীর্ঘদিন প্রিমিয়ার ক্রিকেটেও সাফল্য নেই মোহামেডানের। তবে দেরীতে হলেও হকিতে আসলো কাঙ্খিত সাফল্য। বেশ ক’বছর পর এবারের প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হলো মোহামেডান। তাই অনেক দিন পর শিরোপা জয়ের আনন্দ উৎসবের উপলক্ষ্য পেলেন ঐতিহ্যবাহী দলটির সমর্থকরা।

কাল সন্ধ্যায় মূল অনুষ্ঠান শুরু হলেও, দুপুর থেকেই খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থকদের সমাগম বাড়তে থাকে মোহামেডান ক্লাব প্যাভিলিয়নে। মেজবানে অংশ নিতে প্রায় হাজার খানেক সমর্থক, সাবেক ক্রীড়াবিদ ও কর্মকর্তারা উপস্থিত হন। সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরই সংবর্ধনা দেয়া হয় চ্যাম্পিয়ন মোহামেডান হকি দলের খেলোয়াড়দের।

অনুষ্ঠানে যোগ দেয়া স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, মোহামেডানের সাবেক তারকা ফুটবলার ও পরিচালক জাকারিয়া পিন্টু বলেন, ‘খুবই ভালো লাগছে এখানে এসে। মোহামেডান যে কোনো সাফল্যতে মন প্রাণ ভরে উঠে। উৎবের উপলক্ষ্য পেয়ে ভালোই লাগছে।’ মোহামেডান ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভ‚ইয়ার কথা, ‘যারা আমাদের সাফল্য এনে দিলেন, তাদের পুরস্কৃত ও সম্মানিত করার জন্যই এই প্রয়াস। তাছাড়া সমর্থকরা অনেক দিন শিরোপার উল্লাস করে না তাদেরও একটি উপলক্ষ তৈরি করা।’
ক্লাবের পরিচালক ও সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা বলেন, ‘মোহামেডান ক্লাব সব সময় শিরোপার জন্যই লড়ে থাকে। হকিতে শিরোপা পেয়েছে। তাই এই আনন্দটা আমরা সবাই ভাগ করে নিচ্ছি। খুব ভালো লাগছে প্রিয় ক্লাব মোহামেডানে এসে এমন একটা সময় কাটাতে পেরে।’

চ্যাম্পিয়ন হকি দলের কোচ মওদুদুর রহমান শুভ বলেন, ‘ক্লাবের এই অনুষ্ঠানটা খেলোয়াড়দের বাড়তি উৎসাহ দেব। ক্লাবকে শিরোপা উপহার দিতে পেরে আমরা সন্তুষ্ট।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ