নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাকিস্তানি বোলারদের তোপে আবুধাবি টেস্টে প্রথম দিনে শুরুর দুই ইনিংসেই ১৫৩ অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। তবে ট্রেন্ট বোল্ট ও গ্র্যান্ডহোমদের দাপটের দিনে লড়াইয়ে ফেরে কিউইরা। পাকিস্তানকেও গুটিয়ে দেয় ২২৭ রানে। ৯ উইকেট পতনের দিন স্বস্তিতে নেই নিউজিল্যান্ডও।
শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের অলআউটের পর আগের দিন তৃতীয় সেশনেই ব্যাটিংয়ের সুযোগ পায় পাকিস্তান। ২ উইকেটে ৫৯ করা পাকিস্তান গতকাল অলআউট হয়েছে ২২৭ রানে। নিজেদের সেকেন্ড হোম ভেন্যুতে পাকিস্তানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৬২ রান করেন বাবর আজম। ২২ রানে অপরাজিত থাকা হারিস সোহেল থামেন ৩৮ রানে। আর ১০ রানে ব্যাটিংয়ে নামা আজহার আলী আউট হয়েছে ২২ রান করেন। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন আসাদ শফিক। নিউজিল্যান্ডের হয়ে ৫৪ রানে একাই চার উইকেট নেন ট্রেন্ট বোল্ট। দুটি করে উইকেট নেন কলিন ডি গ্রান্ডহোম ও আজাজ প্যাটেল। এছাড়া নেইল ওয়াগনার ও ইস সোধির শিকার এক উইকেট।
প্রথম ইনিংসে পাকিস্তানকেও কম রানে বেঁধে লড়াইয়ে টেস্টে আভাস দিয়েছে কিউই পেসাররা। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ৫৬ রান তোলে কেন উইলিয়ামসনের দল। আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামার আগে ১৮ রানের লিড নিয়েছে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।