Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্কিন ঘাঁটি করতে দেব না : জাপান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আশ্বাস দিয়ে বলেছেন, যদি ক্রেমলিন পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিতর্কিত চারটি দ্বীপ টোকিওর কাছে হস্তান্তর করে তাহলে সেগুলোতে মার্কিন ঘাঁটি করতে দেয়া হবে না। সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলনের অবকাশে এক বৈঠকে শিনজো অ্যাবে পুতিনকে একথা বলেন। ১৯৫৬ সালের যৌথ ঘোষণাকে ভিত্তি ধরে শান্তি চুক্তির বিষয়ে দু দেশ আলোচনা জোরদার করবে বলেও বৈঠকে তারা একমত হন। সোভিয়েত ইউনিয়ন আমলের ওই ঘোষণায় রাশিয়া চারটি দ্বীপের মধ্যে দুটি জাপানের কাছে হস্তান্তরের অঙ্গীকার করেছিল। বিতর্কিত এসব দ্বীপ জাপান নিজের উত্তরাঞ্চল মনে করে তবে রাশিয়ায় এসব দ্বীপ ‘দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ› হিসেবে পরিচিত। দ্বীপগুলোর আলাদা কৌশলগত মূল্য রয়েছে এবং এসব দ্বীপের মাধ্যমে রাশিয়া পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশের সুযোগ পায়। জাপান দীর্ঘদিন ধরে চারটি দ্বীপের ওপরেই নিজের সার্বভৌমত্ব দাবি করে আসছে এবং যেকোনো শান্তি চুক্তির আগে সেগুলো জাপানের হাতে তুলে দেয়ার নিশ্চয়তা চাইছে। এর আগে জাপান বলেছিল, দ্বীপগুলোতে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ