Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রিপুরায় মানিক সরকারের গাড়ি বহরে হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলা হয়েছে। এতে থাকা সিপিএমের সিনিয়র নেতা নারায়ণ চৌধুরীর গাড়ি ভাংচুর করা হয়েছে। শুক্রবার রাতে ত্রিপুরার বিশালগড়ে চার বারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী মানিক সরকারের গাড়িবহরে এমন হামলা হয়। এতে বলা হয়, মানিক সরকার যখন একটি সভায় বক্তব্য রাখছিলেন তখন দুর্বৃত্তরা তার গাড়িবহরের ওপর হামলা চালায়। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়া। তিনি বলেছেন, অগণতান্ত্রিক ও ফ্যাস্টিস্ট বাহিনীর বিরুদ্ধে অবশ্যই গণতান্ত্রিক মানসিকতার উত্থান ঘটতে হবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ