Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিন লাল কেল্লাও দখলে থাকবে : আলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লা দখলের হুমকি দিয়ে এক টুইটে পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মুহাম্মদ খান লিখেছেন, নিজেদের চার প্রদেশের পাশাপাশি আরও অনেক কিছুর উপর আধিপত্য কায়েম রাখার ক্ষমতা রয়েছে পাকিস্তানের। ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লাও একদিন পাকিস্তানের দখলেই থাকবে! ব্রিটেনে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদির মন্তব্যের জবাবে তিনি টুইটে এসব লিখেন। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটি আলোচনা সভায় আফ্রিদি বলেন, ‘‘আমার মনে হয় পাকিস্তান কাশ্মীর চায় না। এমনকি ভারতকেও ওই রাজ্য দেওয়া উচিত নয়। মানবিকতার স্বার্থে কাশ্মীরকে স্বাধীন দেশের মর্যাদা দেওয়া উচিত।’’ একই সঙ্গে ‘পাকিস্তান নিজের চারটি প্রদেশই সামলাতে পারছে না’ বলেওমন্তব্য করেন তিনি। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভারতীয় মিডিয়া তার বক্তব্যের ভুল ব্যাখা করেছে বলে দাবি করেছেন আফ্রিদি। বলেছেন, ‘কাশ্মীর একটি অমীমাংসিত সমস্যা। কাশ্মীর পাকিস্তানেরই!’ ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ