Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে নিপীড়ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

হ্যাশট্যাগ মি টু ঝড়ে টালমাটাল গোটা বিশ্ব। হলিউড থেকে বলিউড সব জায়গায় সরব নারীরা। অভিযোগ করছেন পুরুষ সহকর্মী কিংবা পরিচিতজনদের বিরুদ্ধে। এবার মি টুর অভিযোগ এনেছেন ব্রিটেনের মানবাধিকার কর্মী জাসব্দির সাংঘেরা। তার অভিযোগের তীর ব্রিটেনের হাউস অফ লর্ডসের সদস্য লর্ড লেস্টারের বিরুদ্ধে। প্রখ্যাত এই মানবাধিকার কর্মীর অভিযোগ, ১২ বছর আগে তাকে শারীরিক সম্পর্কের কথা বলে ‘ব্যারোনেস› উপাধি দেয়ার অঙ্গীকার করেছিলেন ওই লর্ড। কেবল যৌন হয়রানি করেই ক্ষান্ত হননি লেস্টার। পাশাপাশি তার সঙ্গে বিছানা শেয়ার করতে বলেছিলেন। তা না হলে এর ফলাফল ভয়াবহ হবে বলে হুমকিও দিয়েছিলেন লেস্টার। ব্রিটেনের পার্লামেন্টারি তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগকারী নারী সাংঘেরা জনপ্রিয় লেখক এবং কার্মা নির্ভানা চ্যারিটির প্রতিষ্ঠাতা। নারীদের জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে মূলত প্রচারণা চালান তিনি। অভিযোগের বর্ণনায় সাংঘেরা জানান, ১২ বছর আগে লেস্টারের সঙ্গে আইনের খসড়া নিয়ে কাজ করছিলেন তিনি। একদিন পার্লামেন্টের বৈঠক শেষ হতে অনেক রাত হয়ে যাওয়ায় তিনি শেষ ট্রেনটি মিস করেন। লেস্টার তাকে বাড়িতে পৌঁছে দেয়ার প্রস্তাব দিলে তিনি গাড়িতে ওঠেন। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ