Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্দিরে নারীদের ঢোকা নিয়ে উত্তাল কেরালা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কেরালার বিখ্যাত শবরীমালা মন্দিরে ঋতুগ্রাব হওয়ার বয়সে নারীদের প্রবেশের ক্ষেত্রে যে বাধা ছিল তা তুলে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এদিকে, তৃতীয়বারের মতো মন্দিরটি সকলের জন্য উন্মুক্ত হওয়ার পর উত্তাল হয়ে উঠেছে কেরালা। এরই মধ্যে একদিন কেটে গেলেও এখনও পর্যন্ত মন্দিরে কোনো নারীকে ঢুকতে দেওয়া হয়নি। গ্রেফতার করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বনধ ডাকা ডানপন্থী হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু ঐক্য বেদীর নেতা কেপি শশিকলাকে। টানা দু’মাস ব্যাপী তীর্থযাত্রার জন্য শুক্রবার বিকালেই খুলে দেওয়া হয়েছে শবরীমালা মন্দির। এরপর ৫ শতাধিক নারী আয়াপ্পার বিগ্রহের পূজা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। যদিও, তাঁদের আটকাতে বদ্ধপরিকর বিক্ষোভকারীরা। তবে, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাফ জানিয়ে দিয়েছেন, আদালতের রায় মেনেই চলবে কেরালা সরকার।এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ