Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ডাকাতের হামলায় আহত

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা
কমলগঞ্জে শমশেরনগরে প্রবাসীর বাসায় ডাকাতের আক্রমণে নাহিদুল ইসলাম চৌধুরী (রাসেল) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। জানা যায়, গত শনিবার গভীর রাতে মুখোশদারী ডাকাত দল শমশেরনগরের ফ্রান্স প্রবাসী সামসুল হকের বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা করলে তার ভাগিনা নাহিদুল ইসলাম চৌধুরী (রাসেল) তাদের বাধা দিলে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক আহত করে। তার চিৎকারে লোকজন ছুটে এলে ডাকাতরা আসবাবপত্র ও একটি নোয়া গাড়ি ভাঙচুর করে দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় রাসেলকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে গত রোববার সকাল ১১টায় মৌলভীবাজারের এএসপি সার্কে মোল্লা শাহীন আহমদ ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারেসসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতের হামলায় আহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ