রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পিতা-পুত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগড় এলাকায় ঘটে এ ঘটনা। আহত বিল্লাল হোসেন ও রাসেল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষ্ণনগড় এলাকার সানাউল্লার সঙ্গে একই এলাকার মোছেন মিয়ার এক খন্ড জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল সোমবার জমির বিষয়ে মোছেন মিয়ার পক্ষে কথা বলেন রাসেল মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে সানাউল্লাসহ তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে রাসেল মিয়াকে কুপিয়ে জখম করা হয়। পরে রাসেল মিয়াকে বাঁচাতে আসলে তার বাবা বিল্লাল মিয়াকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।