রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা
রামগড়ে নিহত মানেন্দ্র ত্রিপুরার খুনিদের গ্রেফতারের দাবিতে সর্বস্তরের উপজাতি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী অভিভাবক মানববন্ধন করার প্রস্তুতিকালে রামগড় থানার ওসি মাইন উদ্দিন খান খুনিদের গ্রেফতারের আশ্বাস প্রদান করলে ওই দিনের মানববন্ধন স্থগিত করা হয়। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের গরুকাটা নামক এলাকা থেকে মানেন্দ্র ত্রিপুরা (৬৫) পিতা-কর্ম ত্রিপুরা নামে হাত-পা-মাথাবিহীন গলিত লাশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে রামগড় থানা পুলিশ। স্থানীয়দের ধারণা, ভূমি সংত্রুান্ত জের ধরে ১২ থেকে ১৫ দিন আগে দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে বাড়ির পাশের জঙ্গলে মৃতদেহটি ফেলে যায়। উপজাতীয় নেতৃস্থানীয়রা হুঁশিয়ার করে দ্রুত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানসহ ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরনের জোর দাবি জানান। রামগড় থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান এ প্রতিনিধিকে জানান, মানেন্দ্র ত্রিপুরার খুনিদের গ্রেফতারের দাবিতে রামগড়ে মানববন্ধনের অবহিতপত্র গ্রহণকালে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং খুনিদের গ্রেফতারের আশ্বাস দেয়ায় উপজাতীয় নেত্রীস্থানীয়দের সহযোগিতা চাওয়ায় পরবর্তীতে প্রতিনিধিরা মানববন্ধন থেকে বিরত থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।