পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সব জরিপে আওয়ামী লীগ অনেক ব্যবধানে এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে সব সমীক্ষায় ও জরিপে আমাদের নেত্রী শেখ হাসিনা জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন। বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আগামী দু-তিন দিনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত এবং এক সপ্তাহের মধ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
বিশৃঙ্খলা এড়াতে সব প্রার্থীর কাছ থেকে মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যাহারপত্রও জমা নেয়া হবে বলে জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা যাদের মনোনয়নপত্র দেবো, উইথ ড্র লেটার নিয়ে নেব। তাদের সিট তারা প্রত্যাহার করবে না। শরিকদের যে সিটগুলো আমরা দেবো, তখন ওই সিটগুলোতে আমরাই উইথ ড্র করে নিতে পারব।
ওবায়দুল কাদের আরও বলেন, যারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনের জন্য আঁতাত করতে পারে, তারা ছদ্মবেশী গণতন্ত্রী, তারা ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। তিনি বলেন, বিএনপি জনসমর্থন হারিয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের পথ ধরে এগিয়ে যেতে চায়। নয়াপল্টনে পুলিশের ওপর পরিকল্পিত হামলার মাধ্যমে তারা নিজেদের আগুন সন্ত্রাসের বৈশিষ্ট থেকে যে বের করে আনতে পারে নি’ তার প্রমাণ দিয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হেরে যাওয়ার ভয় থেকেই তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। পল্টনের সহিংসতাকারীরা বিনা শাস্তিতে পার পাবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, সরকারি দল হিসেবে আওয়ামী লীগের লক্ষ্য একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করা। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে। এ জন্য সরকারি দল হিসেবে আমরা ধৈর্য্য ধারণ করেছি। বিএনপি আমাদের এ সহনশীলতাকে দুর্বলতা হিসেবে মনে করলে মস্ত বড় ভুল করবে।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।