বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উত্তর চট্টগ্রামের বিশাল ১৮তম জসনে জুলুছ রাউজানে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। এতে নবীপ্রেমিকদের ঢলনামে। আহলে সুন্নাত ওয়াল জামআত হলদিয়া ডাবুয়া কর্তৃক আয়োজিত বিশাল এ জুলুছে নেতৃত্ব দেন পীরে তরিকত গর্জনীয়া ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আল্লামা কাজী সাইদুল আলম খাকী।
প্রতি বছরের ন্যায় পায়ে হেটে উত্তর সর্তা দরগাহ বাজার হতে দোস্ত মোহাম্মদ সড়কদিয়ে আমিরহাট হযরত এয়াছিন শাহ্ সড়ক, চৌধুরী বটতল, ধরবাড়ী সড়ক, জগন্নাথহাট বাজার, আবার দোস্ত মোহাম্মদ সড়ক হয়ে এয়াছিন শাহ্ পাবলিক কলেজ ময়দানে জুলুছের সমাপ্তি ঘটে। বিশাল এই জসনে জুলুছে হাজার হাজার আশেকে রাসুল অংশগ্রহণ করে। নারায়ে তাকবীর, নারায়ে রেছালাত ¯েøাগান ও বিভিন্ন নাত শরীফ তেলাওয়াতের মাধ্যমে সমগ্র এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। সকাল ৭টা থেকে নবী প্রেমিকরা ব্যানার, ফেস্টুন, কালেমা ও দরুদ শরীফ সম্ভলিত পতাকা নিয়ে উপস্থিত হতে থাকে দরগাহ বাজারে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই জুলুছে অংশগ্রহণ করেন। এই জুলুছ কে কেন্দ্র করে রাউজানে ব্যাপক আনন্দ পরিলক্ষিত হয়।
জুলুস পরবর্তী আলোচনা সভা কলেজ মাঠে প্রিন্সিপাল আল্লামা সাইদুল আলম খাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জুলুছ কমিটির মহাসচিব মাহবুবুল আলম ও সৈয়্যদ মোহাম্মদ আলী আকবর তৈয়্যবীর যৌথ পরিচালনায় এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধা শফিকুল ইসলাম, বাস্তবায়ন কমিটির যুগ্ন আহব্বায়ক ও আওয়ামীলীগ নেতা এস এম বাবর,মওলানা মুনছুর আলম নেজামী,সাংবাদিক এম বেলাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দীকী, তরুন রাজনীতিক জিয়াউল হক চৌধুরী সুমন, মেম্বার মোহাম্মদ আলী, মুক্তিযুদ্ধা আবদুল কুদ্দুস মাস্টার, মওলানা ইয়াছিন হোসাইন হায়দারী, মওলানা জামাল উদ্দিন হোসাইনী, মাওলানা রফিক রেজভী, ইকবাল হোসেন, মাওলানা নুর মোহাম্মদ রেজভী, সৈয়্যদ মুহাম্মদ তৈয়বুর রহমান, প্রিন্সিপাল কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আল্লামা ইদ্রিচ আনছারী, আল্লামা নুরুল আবছার রেজভী, আল্লামা তসলিম উদ্দিন মাইজভান্ডারী, সোলায়মান চৌধুরী, মাস্টার জামাল উদ্দিন, মুহাম্মদ ফোরকান, গাউছিয়া কমিটির সভাপতি হোসেন মাস্টার প্রমুখ। পরে আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।