Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারিখ পেছালে আশাহত হবে জাতি

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনের তারিখ পেছানোর দাবি প্রসঙ্গে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন, সিডিউলের নির্ধারিত তারিখেই নির্বাচন হওয়া উচিত। নির্বাচনের তারিখ পেছালে জাতি আশাহত হবে
গতকাল দুপুরে পটুয়াখালীর দুমকির আঙ্গারিয়ায় নিজ গ্রামের বাড়িতে এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তার আগে তিনি তার গ্রামের বাড়ির মসজিদে জুমার নামাজ আদায় করেন। তারপর বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সুলতান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
নির্বাচনী ট্রেন অনেকটাই এগিয়েছে উল্লেখ করে জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি তিনশ’ আসনে নির্বাচনের প্রস্তুতি নিলেও মহাজোটের বগিতেই থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত। দুই এক দিনের মধ্যে আমাদের চ‚ড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবেন। তিনি কোন আসনে নির্বাচন করবেন? এ প্রশ্নের জবাবে রুহুল আমীন হাওলাদার বলেন, আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।
বিএনপি নির্বাচনে আসায় তার জয়ের বিষয়ে কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, নির্বাচনের মাঠে কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই। তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঐক্যফ্রন্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ