রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারে আম কুড়ানোর অপরাধে তানজিল (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত রোববার বিকাল ৪টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রেনীবাসদী গ্রামে এই নির্মম হত্যাকা-ের ঘটনাটি ঘটে। তানজিল ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং শ্রেনীবাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। জানা যায়, গত রোববার সকাল ৮টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রেনীবাসদী গ্রামের রবিউলের স্কুল পড়–য়া মেয়ে তানজিলাসহ ৪/৫ জন শিশু পাশের বাড়ির ছাদু মিয়ার আম গাছ থেকে আম কুড়াতে যায়। এই ঘটনা দেখে ছাদু মিয়া ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বের হলে তাকে দেখে সব শিশুরা দৌড়ে গেলেও ধরে ফেলে তানজিলাকে। এ সময় তানজিলাকে ছাদু এলোপাথারিভাবে কিল-ঘুষি দিয়ে ঘরে নিয়ে যায়। পরে ঘরে নিয়ে গলাটিপে হত্যা করে। তানজিলার সাথে আম কুড়াতে আসা সহপাঠীরা ঘটনাটি অভিভাবকদের জানালে এলাকার লোকজন এসে ছাদু মিয়ার ঘর ঘেরাও করে। এ সময় ছাদুর স্বজনরা তাতে বাধা দিলে গ্রামবাসী জোর করে তালা ভেঙে ঘরে ঢুকে তানজিলাকে খুঁজতে থাকে। পরে ঘরের ভিতরে কাঠের আলমারি থেকে তানজিলার লাশ উদ্ধার করে। পরে বিকাল ৫টার দিকে এলাকাবাসী ঘাতক ছাদুকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। ছাদু শ্রেনীবাসদী গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।