নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ঢাকা টেস্ট জিতে সিরিজ হাড় এড়ালেও একটা আক্ষেপ রয়েই গেছে খালেদ আহমেদের। অভিষেক ম্যাচে একজন বোলারের উইকেটশূণ্য থাকার চেয়ে বড় শাস্তি আর কি-ই বা হতে পারে। যদিও বেশ কবার সতীর্থরাই তাকে উইকেট থেকে বঞ্জিত করেছেন ক্যাচ ফেলে দিয়ে। এমন হয়েছে সাকুল্যে তিনবার। তবে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করায় প্রশংসার দাবি রাখতেই পারেন খালেদ। দুই ইনিংসে মোট ৩০ ওভার বল করে ৯৩ রান বিলি করে মেডেন ওভার নিয়েছেন ১১টি। মন্দ কি!
বাংলাদেশ দলের আপৎকালীন টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহর মতেও, ক্যারিয়ারের প্রথম টেস্টের বিচারে যথেষ্ট ভালো বল করেছেন খালেদ, ‘খালেদ তার প্রথম টেস্ট অনুযায়ী যথেষ্ট ভালো বোলিং করেছে। প্রথম ওভারটা যখন সে করেছিল, আমার মনে হয় টানা তিনটা বাউন্সার করেছিল। তখন তার সঙ্গে আমি কথা বলেছি, শুরুতে সে একটু নার্ভাস ছিল।’
রিয়াদের মতে, উইকেট শিকার করতে পারলে খালেদের বোলিংয়ের ধার আরও বৃদ্ধি পেত। তা না হলেও খালেদের সামর্থ্য ও প্রতিভা নিয়ে সন্দেহ নেই রিয়াদের, ‘যদি দুয়েকটা উইকেট পেয়ে যেত তখন হয়তো আরেকটু অ্যাফোর্ড দিয়ে বোলিং পারত। উইকেট পেলে ব্যাপারটা ঘটে। আরেকটু বেশি দিয়ে বোলিং করা যায়। আমার মনে হয়, তার প্রতিভা আছে। বাংলাদেশের ক্রিকেটে তার ভবিষ্যৎ উজ্জ্বল।’
ম্যাচে তার বলে ক্যাচ মিসের প্রসঙ্গ এনে মাহমুদউল্লাহ বলেন, ‘ওর কিছুটা দুর্ভাগ্যও ছিল। তার বোলিংয়ে কিছু সহজ ম্যাচ মিস করেছি আমরা। নয়তো তার বোলিং ফিগারটা আরও সুন্দর দেখাত। মাঝে মাঝে ভাগ্যও পাশে থাকা লাগে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।