Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুদাইদাতে বন্ধ রয়েছে সহিংসতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ইয়েমেনের বন্দরনগরী হোদাইদাতে আপাতত সহিংসতা বন্ধ রেখেছে সব পক্ষ। বুধবার রাত থেকে সেখানে এই পরিস্থিতি বিরাজ করছে। ইয়েমেনি সরকার ও জাতিসংঘের মধ্যকার এক সমঝোতায় সব রকম সামরিক অভিযান বন্ধ রয়েছে বলে জানিয়েছে আমালিকা ব্রিগেডের প্রেস প্রধান আসিল এসসাক্লেদি। আন্তর্জাতিক সংস্থাগুলো যেন খাবার পৌঁছাতে পারে এবং বেসামরিকদের নিরাপদে সরিয়ে আনতে পারে সেজন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, সামরিক বাহিনী বেসামরিকদের সরিয়ে নেওয়ার জন্য নিরাপদ পথ তৈরি করেছে। শুধুমাত্র নভেম্বরের ৩ থেকে ১২ তারিখের মধ্যে সৌদি আরবের যুদ্ধ জোটের হামলায় ইয়েমেনে ৬০০ হুথি নিহত হয়েছে। গত তিন বছর ধরে ইয়েমেন যুদ্ধ চলতে থকায় দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির জনগণ দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যে রয়েছে। সৌদি আরবের বিমান হামলায় দেশটির হাজার হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি ধ্বংস হয়েছে হাসপাতাল, ক্লিনিকের মতো স্থাপনা। তারওপর হুদাইদা বন্দরকে কেন্দ্র করে যুদ্ধ চলতে থাকায় খাদ্য, জ্বালানি, ওষুধের মতো প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা দুরুহ হয়ে পড়ছে। অথচ দেশটির উত্তর অংশে থাকা জনগণের জন্য ত্রাণ পৌঁছাবার ক্ষেত্রে হুদাইদাই একমাত্র পথ। উত্তর ইয়েমেনেই দেশটির মোট জনসংখ্যার ৮০ শতাংশের বাস। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ