মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাসে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, আহতদের অনেকে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। রাজধানী হারারে থেকে ৩৪০ মাইল দক্ষিণের গুয়ান্ডা জেলায় এই ঘটনা ঘটে। চারাম্বা বলেন, এখন পর্যন্ত আমরা জানি ৪২ জনের বেশি নিহত হয়েছেন। আমাদের পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে এক যাত্রীর কাছে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশন পুড়ে যাওয়া বাসটির ছবি প্রকাশ করেছে। দেশটির প্রেসিডেন্ট এমারসন নাংওয়া বলেছেন, সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।