Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কম্পিউটারই ব্যবহার করেননি জাপানি মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী ইয়োশিতাকা সাকুরাদা বলেছেন, ২৫ বছর বয়স থেকে আমি আমার স্টাফ ও সচিবদের দিয়ে কাজ করাই। আমি আমার জীবনে কোনো দিন কম্পিউটার ব্যবহার করিনি। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী ইয়োশিতাকা সাকুরাদা দেশটির একটি সংসদীয় কমিটিতে ওই স্বীকারোক্তি দিয়েছেন। ৬৮ বছর বয়সী ইয়োশিতাকা গত মাসে জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী নিযুক্ত হন। ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের সাইবার নিরাপত্তার প্রস্তুতি দেখভাল তার অন্যতম দায়িত্ব। জাপানের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদ মাসাতো ইমাইয়ের এক প্রশ্নের জেরে দেশটির সাইবার নিরাপত্তামন্ত্রীর কাছ থেকে জীবনেও কম্পিউটার ব্যবহার না করার বিষয়ে স্বীকারোক্তি আসে। মন্ত্রীর স্বীকারোক্তিতে সংসদীয় কমিটি বিস্মিত হয়। ডেমোক্রেটিক পার্টির মাসাতো ইমাই বলেন, অবিশ্বাস্য ব্যাপার। এক ব্যক্তি সাইবার নিরাপত্তার দায়িত্বে আছেন, অথচ তিনি জীবনে কখনও কম্পিউটারই ব্যবহার করেননি। মন্ত্রীর দাবি, তিনি জীবনে কখনও কম্পিউটার ব্যবহার করেননি- এ কথা ঠিক। কিন্তু তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা আছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ