Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাগস অফ হিন্দুস্তান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অষ্টাদশ শতাব্দীর শেষ দিকের ভারত। ব্রিটিশ সেনা কর্মকর্তা জন ক্লাইভ (লয়েড ওয়েন) সৎ আর প্রজা বৎসল রাজা মির্জার (রোনিত রায়) সঙ্গে প্রতারণা করে তার রাজ্য কেড়ে নেয়। রাজ পরিবারের রাজকন্যা জাফিরাই (ফাতিমা সানা শেখ) শুধু ব্রিটিশদের হাত থেকে রক্ষা পায়। জাফিরা একজন দক্ষ তীরন্দাজ। তার বাবার দেহরক্ষী প্রধান খুদাবক্স ওরফে আজাদ (অমিতাভ বচ্চন) তাকে প্রশিক্ষণ দিয়েছে। জাফিরা, খুদাবক্স আর তাদের সমর্থকরা ব্রিটিশদের কাছ থেকে রাজ্য উদ্ধারের জন্য এক দল গঠন করে। ব্রিটিশরা তাদের ঠগি দস্যু ঘোষণা করে। চলতে থাকে আজাদ আর তাদের দলের ব্রিটিশ বিরোধী যুদ্ধ। তাদের সঙ্গে পেরে উঠছিল না ব্রিটিশরা। তারা ফিরিঙ্গি মাল্লা (আমির খান) নামে এক চতুর অপরাধীর শরণাপন্ন হয়। বিপুল অর্থ আর এক বন্ধুর মুক্তির শর্তে মাল্লা দায়িত্ব নেয়। তার কাজই হল মানুষকে বিভ্রান্ত করা। এভাবেই বিভ্রান্ত করে সে জাফিরা-আজাদের দলে ঢুকে পড়ে।
বলিউড শীর্ষ পাঁচ
১ থাগস অফ হিন্দুস্তান
২ বাধাই হো
৩ বাজার
৪ নমস্তে ইংল্যান্ড
৫ লুপ্ত



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ