গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ইনকিলাব অনলাইন ডেস্ক : রাজধানীর আদাবরে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে বিউটি নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার, ৩০ এপ্রিল, রাত ৩টার দিকে আদাবরের অনন্যা আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হোটেলটির রেজিস্ট্রি খাতা থেকে জানা যায়, নিহত বিউটি (২০) বাগেরহাট জেলার মনির হোসেনের স্ত্রী।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান রোববার, ০১ মে, সকালে জানান, শনিবার সন্ধ্যায় নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের ২০৩ নম্বর কক্ষে ওঠে বিউটি ও মনির। পুলিশ সংবাদ পেয়ে রাত ৩টার দিকে ওই কক্ষের বাথরুম থেকে বিউটির লাশ উদ্ধার করা হয়।
বিউটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকেই মনির নিখোঁজ আছে বলে জানা গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।