Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব পথ মিলেছে নয়াপল্টনে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ পিএম

রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন ফরম বিতরণ। দলীয় এই মনোনয়ন ফরম নিতে দেশের সব পান্থ থেকে নেতাকর্মীরা আসছেন। মনোনয়ন প্রত্যাশীরা বিশাল বিশাল মিছিল নিয়ে আসছেন নয়াপল্টনে।

নেতাকর্মীদের মিছিলে পর মিছিলে দেখলে মনে হতে পারে রাজধানীর সব পথ যেন মিলেছে নয়াপল্টনে। মিছিলে নেতাকর্মীদের হাতে রয়েছে খালেদা জিয়া, তারেক রহমান ও মনোনয়ন প্রত্যাশীদের ছবিসহ বিভিন্ন প্লেকার্ড। সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রও। সব মিলিয়ে নয়াপল্টনে নেমেছে লাখো মানুষের ঢল।

ফকিরাপুল মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত নেতাকমীরা ঘুরে ঘুরে মিছিল নিয়ে শোডাউন দিচ্ছেন। শ্লোগানে স্লোগানে নেতাকর্মীো নয়াপল্টন সড়ক উত্তাল করে তুলেছেন। নেতাকর্মীরা মনোনয়ন প্রত্যাশীদের নামসহ খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে শ্লোগান দিচ্ছেন। এতে কার্যালয়ের সামনে অস্বাভাবিক ভিড় জমেছে। এ ভিড় সামলে মনোনয়ন কিনতে হিমশিম খেতে হচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের।

আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি চলছে। মনোনয়ন বিক্রির প্রথম দিন সোমবার (১২ নভেম্বর) প্রার্থীদের মধ্যে ১ হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে বিএনপি। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ৮টায় পর্যন্ত চলবে ফরম বিক্রি ও জমা।

প্রত্যেক বিভাগের প্রার্থীদের সুবিধার জন্যে আলাদা আলাদা বুথের ব্যবস্থা করেছে বিএনপি। এছাড়া মনোনয়ন প্রত্যাশীদের ব্যক্তিগত বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ইত্যাদি বিল পরিশোধ করতে দলের পক্ষ থেকে প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে সাদা পোশাকের পাশাপাশি পুলিশের একটি দলকে দেখা গেছে নয়াপল্টন বিএনপি অফিসের পাশে দাঁড়িয়ে থাকতে। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।



 

Show all comments
  • শওকত আকবর ১৩ নভেম্বর, ২০১৮, ১:১৬ পিএম says : 0
    এইতো গনতন্ত্র,এইতো স্বাধিনতা | দেশের বড় দুটি দল তাদের দলীয় মনোনায়ন পএ সংগ্রহ করছে আনন্দ উৎসাহের সাথে | খুব ভাললেগেছে | সাধারন মানুষের মনেও আজ আনন্দ| এ অনাবিল আনন্দ যেনো কনো কারনে নিরানন্দ না হয়| যেনো আনন্দঘনো হ্রদয়ে বিষাঁদের হাট না বসে | হিংসাত্বক রাজনীনির রোসা নলে পড়তে না হয় |||উভয় দলের নেতা নেত্রির প্রতি কায়েমান্য বাক্যে আকুল আবেদন||| মজদুর জনতা|||
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনোনয়ন

১৭ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ